Monday, November 10, 2025

বিসিবি থেকে জালাল ইউনুসের পদত্যাগ

Share

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের সর্বক্ষেত্রে লেগেছে বদলের হাওয়া। সেই হাওয়া এবার লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্বে ছিলেন বিসিবির এই প্রভাবশালী পরিচালক।

জালাল ইউনুস পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে। সোমবার সেই পদ থেকে এবার সরে দাঁড়ালেন তিনি। এছাড়া একই জায়গা থেকে মনোনীত আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকেও পদত্যাগ করতে বলা হয়েছে এনএসসি থেকে।

এর আগে ২০২১ সালে ক্রিকেট অপারেশন্সের প্রধান হিসেবে আকরাম খান পদত্যাগ করলে তার জায়গায় জালাল ইউনুসকে দায়িত্বে বসান নাজমুল হাসান পাপন। এরপর থেকে গত ৪ বছর ধরে বিসিবির এই পদে ছিলেন জালাল। তার আগে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে লম্বা সময় কাজ করেছেন তিনি।

এদিকে শুধু জালাল ইউনুসই নয়, বিসিবিপ্রধান পাপনের পদত্যাগের গুঞ্জনও জোরাল। আগামী দু-এক দিনের মধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেবেন বলে জানা যাচ্ছে। পাপনের পদত্যাগের চেয়ে তার চেয়ারে কে বসবেন তাই নিয়েই এখন আলোচনা বেশি।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/কেএ/এমআর)

Read more

Local News