Monday, November 10, 2025

‘শক্তিশালী’ রিয়ালের সঙ্গে লড়াইয়ের প্রত্যয় বার্সেলোনা কোচের

Share

আবারও তারকা খেলোয়াড়দের নিয়ে গ্যালাক্টিকো যুগে প্রবেশ করেছে রিয়াল মাদ্রিদ। সেখানে একজন খেলোয়াড় কিনতেই হিমশিম খেতে হচ্ছে বার্সেলোনাকে। নিজেদের এই বাস্তবতা তুলে ধরে বার্সেলোনার চাকুরী খুইয়েছিলেন সাবেক কোচ জাভি হার্নান্দেজ। তবে নতুন কোচ হ্যান্সি ফ্লিক বেশ আশাবাদী। বার্সেলোনার এই স্কোয়াড নিয়েই রিয়ালের সঙ্গে লড়াইয়ের প্রত্যয় দেখান তিনি।

এমনিতেই রিয়ালে তারকার ছড়াছড়ি, সেখানে চলতি মৌসুমে সময়ের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপেকে দলে টেনেছে দলটি। তাই বার্সেলোনার জন্য বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে। তার উপর গত মৌসুমে শিরোপা শূন্য ছিল দলটি। তবে আশাবাদী বার্সেলোনার নতুন কোচ।

আগামীকাল ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে বার্সেলোনা। এর আগে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে উঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াই করার সামর্থ্য নিয়ে প্রশ্ন। উত্তরে ফ্লিক বলেন, ‘আমরা এমন একটি দল যারা বল নিয়ে এবং ছাড়াই অনেক গুণসম্পন্ন। আমরা যখন জিতে যাই, তখন সবাই খুশি হয় এবং কাজটি সহজ হয়ে যায়।’

এছাড়া নিজের স্কোয়াড নিয়েও বেশ খুশি এই জার্মান কোচ, ‘আমার যে স্কোয়াড আছে তাতে আমি খুশি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যখন আমি বার্সার সাথে আমার চুক্তি স্বাক্ষর করি তখন আমি জানতাম এটা সহজ হবে না। তবে আমি ডেকোর সাথে কথা বলেছি এবং আমি দল নিয়ে খুশি। এছাড়াও, অল্প অল্প করে খেলোয়াড়রা দলে ফিরছে।’

এদিকে দলের বেশ কয়েকজন খেলোয়াড়ই রয়েছেন ইনজুরিতে। এরমধ্যে অবশ্য পেদ্রি চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন। আগামীকাল মাঠেও দেখা যেতে পারে তাকে। ফেরার অপেক্ষায় গাভি, আনসু ফাতি ও ফ্র্যাঙ্কি ডি ইয়ং। এই তিন তারকাকে নিয়ে এখনই ঝুঁকি নিতে চান না ফ্লিক। আন্তর্জাতিক বিরতি পর্যন্ত অপেক্ষা করবেন। যদিও গাভিকে খুব শীগগিরই পাবেন বলে আশা করছেন তিনি।

Read more

Local News