Sunday, November 16, 2025

আরও ৫ বছর ইন্টারে লাউতারো

Share

অনেক দিন থেকেই গুঞ্জন ছিল ইন্টার মিলানের সঙ্গে নতুন চুক্তি করতে পারেন লাউতারো মার্তিনেজ। শেষ পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন এই আর্জেন্টাইন। নতুন চুক্তি অনুযায়ী ২০২৯ সালের জুন পর্যন্ত নেরারুজ্জিদের হয়ে খেলবেন এই তারকা।

সোমবার এক বিবৃতি দিয়ে লাউতারোর চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে ইন্টার মিলান। অথচ প্রায় প্রতি মৌসুমেই লাউতারো ক্লাব ছাড়ার গুঞ্জন উঠে আসছিল। তবে ইউরোপে ইন্টারের হয়েই খেলে চলেছেন এই ফরোয়ার্ড। খেলবেন আরও পাঁচ মৌসুম।

নতুন চুক্তির বিষয়টি গত মৌসুমের শেষ দিকেই প্রায় চূড়ান্ত ছিল। মৌখিক আলোচনা হয়েছিল গত ডিসেম্বরেই। তবে নানা কারণে ঝুলে থাকলেও শেষ পর্যন্ত হয়েছে চুক্তিটি। আগের চুক্তি অনুযায়ী ২০২৬ সাল পর্যন্ত সানসিরোতে খেলার কথা ছিল লাউতারোর।

জানা গেছে নতুন চুক্তি অনুযায়ী প্রতি মৌসুমে সাত মিলিয়ন ইউরো বেতন পাবেন লাউতারো। তাতে ক্লাবের সর্বোচ্চ উপার্জনকারী হয়ে উঠবেন ইন্টারের জার্সিতে এখন পর্যন্ত দুটি করে সেরি আ, ইতালিয়ান কাপ ও ইতালিয়ান সুপার কাপ জেতা এই ফরোয়ার্ড।

২০১৮ সালে আর্জেন্টিনার রেসিং ক্লাব থেকে ইন্টারে যোগ দেন লাউতারো। প্রথম মৌসুম থেকেই জ্বলে ওঠেন। গত মৌসুমে তো ছিলেন দুর্দান্ত ছন্দে। ২৪টি গোল দিয়ে সিরিআর সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। হয়েছেন ২০২৩-২৪ মৌসুমের সেরা খেলোয়াড়ও।

Read more

Local News