Monday, November 10, 2025

তামিমকে নিয়ে বিসিবি কার্যালয় ঘুরে দেখলেন ক্রীড়া উপদেষ্টা

Share

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়াবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্বগ্রহণের পর প্রথমবারের মতো বিসিবি কার্যালয়ে গেলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার দুপুরে মিরপুরের বিসিবি কার্যালয়ে যান তিনি। তার আগেই বিসিবিতে পৌঁছান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরে তামিমকে নিয়েই বিসিবি প্রাঙ্গণ ঘুরে দেখেন ক্রীড়া উপদেষ্টা।

এদিন বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন আসিফ মাহমুদ। পরে মাঠে প্রবেশ করেন তিনি। এ সময় তাদের সঙ্গে ছিলেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আগমন উপলক্ষে সোমবার বিসিবির স্টাফদের রাজ্যের ব্যস্ততা শুরু হয়। ভিড় বাড়ে গণমাধ্যমকর্মীদেরও। শেখ হাসিনার পতনের পর দেশের রাজনৈতিক পালাবদলের মুখে স্থবির হয়ে যাওয়া হোম অব ক্রিকেট হঠাৎই যেন জেগে উঠেছে।

জানা গেছে, ইতোমধ্যে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হাসান পাপন। বিসিবির সভাপতি আত্মগোপনে থেকেই এই সিদ্ধান্তের কথা জানান। তার মতো বোর্ডের অনেক পরিচালকও রয়েছে আত্মগোপনে। সব মিলিয়ে যেন অভিভাবকশূন্য দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়স্ত্রক সংস্থা।

এর মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে অচলাবস্থা কাটানোর চেষ্টা চালাচ্ছেন আসিফ মাহমুদ। এরই ধারাবাহিকতায় সোমবার বিসিবিতে যান তিনি।

এদিকে, হঠাৎ তামিমের বিসিবিতে আসার কারণ এখনো পরিষ্কার না হওয়া গেলেও জানা গেছে, কোনো অনুশীলন নয়, মিটিং করতেই এসেছেন তিনি। লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে আছেন টাইগার এই ওপেনার। এই সময়ে ফিট থাকলেও তিনি ব্যক্তিগত কারণে নিজেকে ক্রিকেট থেকে দূরে রেখেছেন।

সাবেক এই অধিনায়ককে দলে পেতে তার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছেন বলেও কদিন আগে জানিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করবেন তামিম। এরপরই আসতে পারে সিদ্ধান্ত। বিশেষ করে তাকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে বোর্ড থেকে।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/কেএ/এমআর)

Read more

Local News