Monday, November 10, 2025

জামালপুরে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৫তম জন্মজয়ন্তী উদযাপন

Share

নানা আয়োজনের মধ্য দিয়ে জামালপুরে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৫তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় এ উপলক্ষ্যে পদযাত্রা, আলোচনা সভা ও গুরু ভাসান খোয়াজ খিজিরের ভেলা ভাসানো কর্মসূচির আয়োজন করে থিয়েটার অঙ্গন।

গ্রাম থিয়েটারের স্লোগান ‘হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে’ ও ‘গণহত্যা মানেই ইতিহাসকে সাক্ষী রেখে ভবিষ্যতকে ধ্বংস করা’ সেলিম আল দীনের এই অমর বাণী ধারণ করে গ্রাম থিয়েটারের সদস্য সংগঠন ‘থিয়েটার অঙ্গন’ জামালপুর নাট্যাচার্যের জন্মজয়ন্তী উদযাপন আয়োজন করে।

নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৫তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে পদযাত্রা বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রাটি ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় থিয়েটার অঙ্গনের অধিকারী শাহীন রহমানের সভাপতিত্বে নাট্যকার আসাদুল্লাহ ফারাজী ও জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী বক্তব্য রাখেন।

এরপর ব্রহ্মপুত্র নদে গুরু ভাসান খোয়াজ খিজিরের ভেলা ভাসানো হয়। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে থিয়েটার অঙ্গনের পক্ষ থেকে রাধাচূড়া গাছের চারা রোপণ করা হয়। এসব কর্মসূচিতে থিয়েটার অঙ্গনের সদস্য ও অন্যান্য অতিথিরা অংশ নেন।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/পিএস)

Read more

Local News