Saturday, November 8, 2025

নিজেদের মাঠে অপ্রতিরোধ্য রিয়ালকে থামাতে পারবে ম্যান সিটি?

Share

গত বছরের এপ্রিলের পর আর ঘরের মাঠে হারেনি রিয়াল মাদ্রিদ। তারা অপরাজিত আছে টানা ২৭ ম্যাচে। অন্যদিকে, ম্যানচেস্টার সিটিও টানা ২৫ ম্যাচ অপরাজিত। গত ডিসেম্বরের পর হারতে ভুলে গেছে তারাও।

চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচের একদিকে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল, আরেকদিকে শিরোপাধারী ম্যান সিটি।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের আগে দুই দলের শক্তি-দুর্বলতা-কৌশল-সম্ভাবনা উঠে এসেছে দ্য ডেইলি স্টারের পডকাস্ট ‘পিচ পারফেক্ট’- এর এবারের আয়োজনে।

Read more

Local News