Monday, November 10, 2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদের স্মরণে দোয়া মাহফিল

Share

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো. ফরহাদ হোসেন স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে চবিয়ান দ্বিনি পরিবারের উদ্যোগে ফরহাদের রুহের মাগফিরাত কামনা করে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠান শুরুর প্রাক্কালে সংক্ষিপ্ত আলোচনায় ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘শহিদের রক্তের বিনিময়ে আমরা আজকের এই স্বাধীনতা পেয়েছি। শহিদ ফরহাদ ভাই জীবিত থাকলে আজকে চবিয়ান দ্বিনি পরিবারের প্রোগ্রামে শরিক হতে পারতেন। অনেক কষ্ট নিয়ে আজ আমরা হাজির হয়েছি। মন থেকে ভাইয়ের জন্য দোয়া করবো।’

শহিদ ফরহাদের ডিপার্টমেন্টের বন্ধু রিয়াদ আহমেদ বলেন, ‘ফরহাদ মেধাবী ও নম্র ছেলে ছিল। ফার্স্ট ইয়ারে ওর সিজিপিএ ৩.৬৭ ছিল। ফরহাদ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত। ফরহাদের রক্ত আমরা বৃথা যেতে দে না।’

চবি ক্যাম্পাস সংলগ্ন তাহমিদুল উম্মাহ মাদরাসার পরিচালক মো. মাহদি হাসান দোয়া পরিচালনা করেন। এ সময় শহিদ ফরহাদসহ দেশের জন্য আত্মত্যাগকারী সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

উল্লেখ্য, গত ৪ আগস্ট নিজ জেলা মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে খুন হন মো. ফরহাদ হোসেন।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/পিএস)

Read more

Local News