Thursday, November 13, 2025

পাকিস্তানে ‘এ’ দলের ম্যাচ ড্র, নাঈম হাসানের ফিফটি

Share

হতাশাজনক পারফরম্যান্সের পর পাকিস্তান শাহিনসের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ ‘এ’ দল। যদিও এরজন্য বৃষ্টিকে ধন্যবাদ দিতেই পারে টাইগাররা। তবে ব্যাটারদের ব্যর্থতার ভিড়ে শেষ দিনে কেবল প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে পেরেছেন নাঈম হাসান।

ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে প্রথম দুই দিন অর্ধেক খেলা হওয়ার পর তৃতীয় দিনে তো কোনো বলই মাঠে গড়ায়নি। চতুর্থ দিনেও বাগড়া দিয়েছে বৃষ্টি। সবমিলিয়ে খেলা হয়েছে মাত্র ১৭৩.৫ ওভার।

প্রথম ইনিংসে ২৪৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ৩৯.২ ওভারে ৫ ওভারে ১৫৩ রান করে বাংলাদেশ। এর আগে উমর আমিনের ১৭৭ রানের ইনিংসে ৪ উইকেটে ৩৬৭ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয়েছিল মাত্র ১২২ রানে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন নাঈম। ৬৯ বলে ১১টি চারের সাহায্যে এই রান করেন তিনি। জাকির হাসান খেলেন ৩৩ রানের ইনিংস। এদিন অবশ্য ব্যাটিংয়ে নামেননি মুশফিকুর রহিম। নামেননি মাহমুদুল হাসান জয়ও।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ মুমিনুল হক ও মুমিনুল হক বিজয়। প্রথম ইনিংসে ১১ রান করা মুমিনুল করেন ৮ রান। আর বিজয়ের সংগ্রহ ৭ ও ৪ রান।

Read more

Local News