‘আল্লাহ সবসময় বড় বড় কাজগুলো খুব ছোট ছোট জিনিস দিয়ে করেন। আবরাহার যে হস্তি বাহিনী, আকাশ থেকে ছোট ছোট আবাবিল পাখি, ছোট ছোট টুকরা টুকরা পাথর এবং আল্লাহ বলতেছেন, ‘আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহা-বিল ফিল।’
অর্থ— ‘তুমি কি দেখোনি যে, তোমার প্রতিপালক হাতি-ওয়ালাদের সঙ্গে কিরূপ (আচরণ) করেছিলেন?’
এখন এই যে আমাদের ছাত্ররা, এরা এই সমাজের নয়া আবাবিল পাখি। আল্লাহ এদেরকে পাঠিয়েছেন। এই আবাবিল পাখিদের এত সাহস হলো কী করে! আমরা বড় বড় পলিটিশিয়ানরা পুলিশের বাঁশি শুনলে চিৎ হয়ে পড়ে যাই। লাঠি দেখলে আমরা জ্ঞানহারা হয়ে যাই, আমাদের হার্টবিট বন্ধ হয়ে যায়। আর এই ছেলেরা খালি হাতে পুলিশের অস্ত্রের সামনে গিয়ে বলতেছিল যে, গুলি করো।’
‘আল্লাহ যখন কোনো ব্যক্তির হেদায়েতের দরজা-জানালা বন্ধ করে দেন, তখন সে কোনো কিছুই দেখতে পায় না। স্বরাষ্ট্রমন্ত্রী, সে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও দেখছে। আর অন্য লোক বলছে যে, ‘দেখেন একটা গুলি করি একটা মরে, এরপর আরেকজন এসে যায়। কেউ পালায় না।’
‘এখন এই দৃশ্য দেখে মনে হয় ওরা সিনেমা দেখছে। এই যে যারা সিনেমা দেখছে, তাদের একটু ভয় নাই, লজ্জা নাই, অনুশোচনা নাই। এটা হলো ওদের হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ ওদের অন্তরে সিল মেরে দেওয়া হয়েছে।’
‘আর ওই যে যারা একটা মরার পরে আরেকটা সামনে চলে আসে, ওদের মধ্যে আবাবিল পাখির যে সাহসটা সেটা দিয়ে দিয়েছেন আল্লাহ। বর্তমানে যারা ক্ষমতায় আছে, তারা এই আবাবিল পাখির ঘটনাটা মনে রাখলে এবং আল্লাহর প্রতি ভয় থাকলে, আশা করি যে তারা বরকত পাবে।’

