Sunday, November 16, 2025

ভিন্ন ধর্মে পরকীয়া, প্রেমিকাকে বাড়িতে রেখে পলাতক যুবক

Share

মানিকগঞ্জের হরিরামপুরে এক গৃহবধূর সঙ্গে পরকীয়ায় ধরা পড়ার পর প্রেমিকাকে বাড়ি রেখে উধাও হয়েছেন প্রেমিক বিকাশ চন্দ্র হালদার (৩২)।

গত শুক্রবার রাতে ঘটনাটি ঘটে উপজেলার বাল্লা ইউনিয়নের বাল্লা গ্রামে। গৃহবধূটি ওই গ্রামের মো. হারেজ আলীর স্ত্রী। বিকাশ চন্দ্র হালদার পাশের বাড়ির বলাই চন্দ্র হালদারের ছেলে। ওই গৃহবধূর ১৮ বছরের একটি ছেলে ও ৯ বছরের একটি মেয়ে আছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিল্পী ও বিকাশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা প্রেমের বিষয়টি জানাজানি হলে একাধিকবার এলাকাবাসী দুজনকেই শাসন করে মীমাংসা করে দেয়। কিন্তু থামেনি তাদের পরকীয়া। গত শুক্রবার তারা ঘুরতে বের হলে ঝিটকা এলাকার লোকজন তাদের আটক করে। রাতেই স্থানীয় লোকজন গিয়ে তাদের নিয়ে আসে এবং প্রেমিক বিকাশের বাড়িতে পাঠিয়ে দেয়। শনিবার বাড়ি থেকে পালায় বিকাশ।

মঙ্গলবার (২০ আগস্ট) সরেজমিনে গিয়ে ওই গৃহবধূকে বিকাশের বাড়িতে পাওয়া যায়। তিনি জানান, তিন বছর ধরে তাদের সম্পর্ক। তাকে বিয়ে করবেন বলে বাড়ি থেকে নিয়ে এসে এখন বিকাশ তিন দিন ধরে লাপাত্তা।

তিনবার তাদের বিচার করেছেন জানিয়ে বাল্লা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার রওশন আলী বলেন, ‘বিচার করেও তাদের সংশোধন করা যায়নি। এখানে সমস্যা হলো একজন হিন্দু আরেকজন মুসলমান। তাই আইনগত জটিলতায় আমরা বিয়ে দিতে পারিনি। এখন মহিলাকে বাড়িতে রেখে তিন দিন ধরে উধাও বিকাশ হালদার।

বিকাশের বাবা বলাই হালদার বলেন, ‘ওই দিন রাতে এলাকার মাতব্বররা এই মেয়েকে উঠায় দিয়ে গেছে। আমার ছেলে বলল এখানেই থাক। তারপর দুই দিন পর কিছু লোক এসে মেয়েটার সাথে কথা বলে আমার ছেলেকে নিয়ে গেছে। সে আর বাড়ি আসেনি। কই আছে আমরা জানি না।’

বিকাশের সঙ্গে স্ত্রীর সম্পর্ক ও চলে যাওয়ার ঘটনায় থানায় মামলা করেছেন শিল্পী বেগমের স্বামী মো. হারেজ আলী। তিনি বলেন, ‘বিকাশের সঙ্গে শিল্পীর সম্পর্কের কথা দেড় বছর আগে জেনেছি। তাদের সংশোধনের অনেক চেষ্টা করেছি। এরপরেই শুক্রবার সে চলে যায়। এ বিষয়ে আমি থানায় অভিযোগ করেছি।’

অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর-এ আলম বলেন, ‘দুজনই প্রাপ্তবয়স্ক। ওই গৃহবধূর স্বামীকে ডেকেছি। তার সাথে কথা বলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব।’

(ঢাকাটাইমস/২০আগস্ট/মোআ)

Read more

Local News