হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সমাজকল্যাণমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে আদালতে নেওয়া হচ্ছে।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে তাদের মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে আদালতের উদ্দেশ্যে বের করা হয়।
এর আগে সোমবার দীপু মনি ও আরিফ খান জয়কে গ্রেপ্তার করে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। তাদের মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
(ঢাকাটাইমস/২০আগস্ট/এলএম/এফএ)

