Sunday, November 16, 2025

জমি-দোকান দখলের অভিযোগে যুবদলের ২ নেতা বহিষ্কার

Share

মানিকগঞ্জে জমি ও দোকান দখলের অভিযোগে যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। 

তারা হলেন, যুবদলের জেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক সুজাউদ্দিন বুলবুল ও শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির।

গতকাল সোমবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেলের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাদের সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তিদের অপকর্মের কোনো দায়-দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বহিষ্কৃত যুবদলের দুই নেতার বিরুদ্ধে শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় এক ব্যক্তির জমি ও দোকান দখল করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই ব্যক্তি এ বিষয়ে জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের কাছে লিখিত অভিযোগ করেন। বিষয়টি যুবদলের কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হয়েছিল।’

তবে এ অভিযোগ অস্বীকার করে সুজাউদ্দিন বুলবুল ডেইলি স্টারকে বলেন, ‘আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।’

 

Read more

Local News