Monday, November 10, 2025

গাজায় আরও ৬ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার

Share

ইসরায়েলি সৈন্যরা গাজা উপত্যকায় খান ইউনিস শহরে একটি অভিযানের সময় ছয় ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করেছে।

মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে পৃথক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আইডিএফ এক বিবৃতিতে বলেছে, উদ্ধারকৃত মরদেহের মধ্যে রয়েছেন— ৭৫ বছর বয়সী অ্যালেক্স ড্যান্সিগ, ৩৫ বছর বয়সী ইয়াগেভ বুচশতাভ, ৭৯ বছর বয়সী চাইম পেরি, ৮০ বছর বয়সি ইয়োরাম মেটজগার, ৫১ বছরের নাদাভ পপলওয়েল এবং ৭৮ বছর বয়সি আব্রাহাম মুন্ডার। তাদের সবার পরিবারকে অবগত করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী আরও বলেছে, সেনাবাহিনীর ৯৮ তম ডিভিশন এবং শিন বেট এজেন্সির সদস্যরা খান ইউনিসের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই মরদেহগুলো উদ্ধার করে। তবে আরও বিশদ বিবরণ দেয়নি আইডিএফ।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এদিন ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত দিয়ে প্রবেশ করে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন ১ হাজার ২০০ জন। পাশাপাশি ইসরায়েল থেকে প্রায় ২৫১ জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে যায় হামাস।

এরমধ্যে গত বছরের নভেম্বরে কাতারের মধ্যস্থতায় প্রথমবারের মতো যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতিতে ইসরায়েলি কারাগার থেকে ২৪০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছিল, যার মধ্যে ৭১ জন মহিলা এবং ১৬৯টি শিশু রয়েছে। বিনিময়ে ২৪ বিদেশিসহ মোট ১০৫ জনকে মুক্তি দিয়েছে হামাস।

ইসরায়েলের দাবি হামাসের কাছে এখনো প্রায় ১০৯ জন জিম্মি আটক রয়েছে। তবে এটা এখনো পরিষ্কার নয় যে বাকী জিম্মিদের কতজন এখনো জীবিত রয়েছে।

সূত্র: আলজাজিরা, রয়টার্স

(ঢাকাটাইমস/২০আগস্ট/এমআর)

Read more

Local News