Friday, November 14, 2025

অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যম বন্ধ করেনি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

Share

অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যম বন্ধ করেনি বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস উইং জানিয়েছে।

প্রেস উইং আরও জানায়, সরকার সংবাদপত্রের স্বাধীনতা ও বাকস্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে।

শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে।

বর্তমান সরকার শপথ নেওয়ার পর থেকেই মত প্রকাশের স্বাধীনতা পুনরুদ্ধার এবং তা অক্ষুণ্ন রাখার দৃঢ় প্রত্যয়ের কথা বলে আসছে।

 

Read more

Local News