ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় শ্বশুর বাড়ি বেড়াতে এসে লাশ হলেন মো. মিজানুর রহমান (২৮) নামে এক যুবক।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোয়ালমারী উপজেলার রূপাপাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত মো. মিজানুর রহমান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামের নুরু মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত মিজানুর রহমান দেড় মাস আগে বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কদমী গ্রামের মো. মজিবুর মোল্যার দ্বিতীয় মেয়েকে বিয়ে করেন। মঙ্গলবার বিকালে শ্বশুর বাড়ি থেকে রূপাপাত বাজারের উদ্দেশ্যে বের হয়ে খুন হন মিজানুর। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয়দের ধারণা, শ্বশুর বাড়ির লোকজনের হাতে খুন হতে পারেন মিজানুর।
(ঢাকা টাইমস/২০আগস্ট/এসএ)

