Sunday, November 16, 2025

পদত্যাগ করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক

Share

ক্ষুব্ধ কবি লেখক সমাজের দাবীর প্রেক্ষিতে বাংলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে মো. হারুন-উর-রশিদ আসকারী পদত্যাগ করেছেন।

শনিবার (১০ আগস্ট) বিকেল ৫টায় বাংলা একাডেমির পরিচালক সরকার আমিন দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। চলতি বছরের ২৪ জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন হারুন-উর-রশীদ। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।

১৯৯০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০০৫ সালে তিনি প্রফেসর হিসেবে পদোন্নতি পান এবং এই বিশ্ববিদ্যালয়ের উপযাচার্যের দায়িত্ব পালন করেছেন।

 

Read more

Local News