Monday, November 10, 2025

খালেদা জিয়াকে নিয়ে কোনো সিনেমা নির্মাণের অনুমতি দেয়নি বিএনপি

Share

বিএনপি চেয়ারপারসন ও দুইবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনী নিয়ে ‘মাদার অব ডেমোক্রেসি’ নামে একটি সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন পরিচালক এম কে জামান। ইতোমধ্যে তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করেছেন।

তবে বিএনপির পক্ষ থেকে ফেসবুকে একটি পোস্ট দিয়ে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, দলের চেয়ারপারসনকে নিয়ে কোনো সিনেমা বা ডকুমেন্টরি নির্মাণের অনুমতি কাউকেই দেওয়া হয়নি।

অফিসিয়াল ফেসবুকে পেজে বিএনপি লিখেছে, ‘বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনো সিনেমা বা ডকুমেন্টরি বানানোর কোনো প্রকার অনুমতি জিয়া পরিবারের কোনো সদস্য কিংবা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়নি।’

পোস্টের নিচে Md Golam Hossain Saroar নামে এক বিএনপি নেতার মন্তব্য, ‘কেউ চাইলেই বিএনপি এমন অনুমতি দিবে না। খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্ভভৌমত্বের প্রতিক। তাকে নিয়ে সিনেমা বানানোর প্রয়োজন নাই। খালেদা জিয়া বাংলাদেশের মানুষের হৃদয়ে আছেন।’

Mohammad Ak Azad নামে আরেক নেতার মন্তব্য, ‘দারুণ সিদ্ধান্ত। আমরা উনাকে (খালেদা জিয়া) সম্মান করি, ফিল্ম বানিয়ে উনাকে সম্মান জানানোর কিছু নাই। উনি বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, তা মানুষ আজীবন মনে রাখবে, ইনশাআল্লাহ।’

এমদাদুল কবির সজিব নামে এক বিএনপি নেতার হুঁশিয়ারি, ‘আমরা এরকম কিছু চাই না। যেসব তেলবাজরা অতিউৎসাহী হয়ে বিএনপি এবং জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে এমন কিছু করতে চাইবে, আমরা তাদের রুখে দিব।’

তবে পরিচালক এম কে জামানের দাবি, ‘দীর্ঘদিন ধরে সিনেমাটি নিয়ে কাজ করছি। বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করেছি। ম্যাডামের (খালেদা জিয়া) জীবনবৃত্তান্ত বিস্তারিত জেনেছি। সিনেমাটি নির্মাণের আগে তার অনুমতি নিয়েছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র জানার জন্য সিনেমাটি জনগণের দেখতে হবে।’

জানা গেছে, ‘মাদার অব ডেমোক্রেসি’ সিনেমাটি প্রযোজনা করার কথা আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসির। তবে বিএনপি যেহেতু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, দলের চেয়ারপারসনকে নিয়ে সিনেমা বানানোর অনুমতি কাউকে দেওয়া হয়নি। তাই সেটির নির্মাণ অনিশ্চিত।

(ঢাকাটাইমস/২১আগস্ট/এজে)

Read more

Local News