Monday, November 10, 2025

এটা ম্যারাথন, স্প্রিন্ট নয়: বেলিংহ্যাম

Share

এমনিতেই দারুণ শক্তিশালী রিয়াল মাদ্রিদ, তার উপর চলতি মৌসুমে দলে যোগ দিয়েছেন সময়ের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপে। কিন্তু তারকাবহুল দলটি লা লিগার অভিষেক ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল মায়োর্কার সঙ্গে ড্র করেছে। তাতে চলছে রিয়ালের ব্যাপক সমালোচনা। তবে সমর্থকদের শান্ত থাকার আহ্বানই জানালেন দলের তারকা ফুটবলার জুড বেলিংহ্যাম।

মায়োর্কার মাঠে রোববার রাতে লা লিগায় নিজেদের অভিষেক ম্যাচে স্বাগতিকদের সঙ্গে ১-১ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের ১৩তম মিনিটেই ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন রদ্রিগো। তবে দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে ভেদাত মুরিকি সমতা টানেন মায়োর্কার হয়ে। এরপর আর গোল না হলে ড্র মেনেই সন্তুষ্ট থাকতে হয় রিয়ালকে।

তবে তারকায় ঠাঁসা দলের এমন ফলাফলে সন্তুষ্ট নন লস ব্লাঙ্কোস সমর্থকরা। সমালোচনাও থেমে নেই। যদিও গত মৌসুমে এই মায়োর্কার মাঠ থেকে হেরে ফিরেছিল রিয়াল। শেষ পর্যন্ত লিগে চ্যাম্পিয়নও হয়েছিল দলটি। তবে সেটা ছিল মৌসুমে মাঝ পথে। এবার মৌসুমের শুরুতেই হার মানতে পারছেন না সমর্থকরা।

তবে তীব্র সমালোচনার মুখে নিজের একটি ছবি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে আপলোড করে বেলিংহ্যাম সেখানে ক্যাপশন নিয়েছেন, ‘এটা ম্যারাথন, স্প্রিন্ট নয়।’ অর্থাৎ সংক্ষিপ্ত ভাষায় এখন কিছুই শেষ হয়ে যায়নি তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা এই ইংলিশ ডিফেন্ডার। ৩৮ রাউন্ডের কেবল মাত্র প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে।

আগামী সপ্তাহে রিয়াল ভায়াদলিদের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। শনিবার ঘরের মাঠে তাদের বিপক্ষে খেলবে বেলিংহ্যামরা। আগের মৌসুমে অবনমন হওয়ার পর চলতি মৌসুমে ফের লা লিগায় ফিরেছে ভায়াদলিদ।   

Read more

Local News