Thursday, November 13, 2025

শিক্ষার্থীদের তোপের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ

Share

শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া। 

একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাইয়ুম হোসেনসহ প্রক্টরিয়াল বডির সদস্যরাও পদত্যাগ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফয়সাল হাসান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।

তিনি জানান, উপাচার্য অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া সোমবার সাড়ে ১১টার দিকে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ‘স্বেচ্ছায় পদত্যাগ করেছেন’ বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন। 

উল্লেখ্য, দুর্নীতি ও অনিয়মসহ বিভিন্ন কারণ দেখিয়ে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল তারা এই দাবিতে উপাচার্যের বাড়ি ঘেরাও করার একপর্যায়ে পদত্যাগ করেন তিনি। 

গতকাল উপাচার্য সব ধরনের রাজনৈতিক ও দলীয় কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দেন। এর আগে, ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পূর্বের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চান তিনি।
 

Read more

Local News