Sunday, November 16, 2025

বিশ্বকাপের প্রস্তুতি নিতে শ্রীলঙ্কায় যাবেন বাংলাদেশের মেয়েরা

Share

চলতি বছরের অক্টোবরে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নারী বিশ্বকাপের। তবে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তা শঙ্কায় অংশগ্রহণ করা পাঁচটি দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দিলে এই টুর্নামেন্ট সরিয়ে নিতে বাধ্য হয় আইসিসি। আগের সূচিতে ৩ অক্টোবর বিশ্বকাপ শুরু হবে সংযুক্ত আরব আমিরাতে। এতে দেশের মাটিতে বিশ্বকাপ খেলার সুযোগ হারিয়েছেন নিগার সুলতানা, জাহানারা আলমরা। এই আসরের আগে বাংলাদেশ নারী ‘এ’ দল শ্রীলঙ্কা সফরে যাবে।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে হাবিবুল বাশার বলেন, ‘প্রস্তুতির ক্ষতি খুব একটা হচ্ছে না। আমরা বিশ্বকাপকে ধরেই প্রস্তুতি নিচ্ছিলাম। মেয়েদের ওয়ান টু ওয়ান অনুশীলনের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। আমাদের স্থানীয় কোচরা ছিলেন। কোচিং স্টাফ চলে এসেছে। এনসিএলটা আমাদের প্রস্তুতির অংশ।’

তিনি আরও বলেন, ‘তারপর আমরা শ্রীলঙ্কাতে ‘এ’ দল পাঠাব। সেটাও আমাদের প্রস্তুতির অংশ। বিশ্বকাপ না হওয়ায় যেটা হলো, সবারই ইচ্ছা থাকে ঘরের মাঠে বিশ্বকাপ খেলার। মেয়েদের অনেকেরই সে স্বপ্ন ছিল। এ জন্য ওরা একটু হতাশ। আমরা অবশ্যই ঘরের মাঠের কন্ডিশন মিস করব।’

২৪ তারিখ থেকে রাজশাহীতে জাতীয় লিগ মাঠে গড়াবে। আর এই টুর্নামেন্ট দিয়ে বিশ্বকাপের প্রস্তুতির কথা বলছেন বাশার, ‘রাজশাহীতে উইকেট ভালো। মেয়েরা যেন ভালো উইকেটে খেলতে পারে, স্পোর্টিং উইকেটে খেলতে পারে, আমরা এটাই চাই। আর এ সময় যেহেতু বৃষ্টির সময়, রাজশাহীর দিকে বৃষ্টিটা একটু কম হয়। দুটি মাঠ পাওয়া যায়। টুর্নামেন্টটা শেষ করতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। এটা যেহেতু আমাদের বিশ্বকাপ প্রস্ততির অংশ। এ জন্যই রাজশাহীতে খেলা দেওয়া।’

এদিকে নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদকে নিয়ে বাশার বলেন, ‘ফারুক ভাইয়ের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, তিনি ভেতর-বাহির দুটিই জানেন। ক্রিকেটটা খেলেছেন। নির্বাচক হিসেবে কাজ করেছেন। বোর্ডের সঙ্গেও কাজ করেছেন। পরে অনেক কিছু দেখেছেন। তিনি ভেতর-বাহিরের সবকিছু জানেন। এটা অনেক বড় সুবিধা।’

(ঢাকাটাইমস/২২আগস্ট/ এনবিডব্লিউ)

Read more

Local News