Monday, November 10, 2025

উইকেট না হারিয়ে দিন শেষ বাংলাদেশের, পিছিয়ে ৪২১ রানে

Share

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে গতকালের অপরাজিত দুই ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের ২৪০ রানে ভর করে দলীয় ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। এরপরেই ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। যেখানে ১২ ওভার খেলে কোনো উইকেট না হারিয়ে ২৭ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করে নাজমুল শান্তর দল। দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের চেয়ে এখনও ৪২১ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে আজ ওপেনিংয়ে নামেন সাদমান ইসলাম ও জাকির হাসান। শুরু থেকেই এই দুই ব্যাটার দেখেশুনেই খেলতে থাকেন। শেষের সময়টুকু ভালোভাবেই কাটিয়ে দেন তারা। যার ফলে ১২ ওভার খেলে ২৭ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। জাকির হাসান ৪২ বলে ১১ ও সাদমান ইসলাম ৩০ বলে ১২ রান করে অপরাজিত রয়েছেন। দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের চেয়ে এখনও ৪২১ রানে পিছিয়ে বাংলাদেশ।

এর আগে নির্ধারিত সময়ের ৪৫ মিনিট আগে শুরু হয় আজ দ্বিতীয় দিনের খেলা। দ্বিতীয় দিনে আজ ব্যাটিংয়ে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। দুই ব্যাটারই দেখেশুনে খেলতে থাকেন। সায়িম আইয়ুব আর সৌদ শাকিলের পর ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন মোহাম্মদ রিজওয়ানও। বাংলাদেশের বিপক্ষে ৬৪ বলে তিনি তুলে নেন অর্ধশতক।

সৌদ শাকিলের ১৬৯ বলে ৮৬ রান ও মোহাম্মদ রিজওয়ানের ১৩১ বলে ৮৯ রানে ভর করে ৭০ ওভারে ২৫৬ রান করে মধ্যাহ্নবিরতিতে যায় পাকিস্তান।

মধ্যাহ্নবিরতি থেকে ফিরেই সেঞ্চুরি তুলে নেন রিজওয়ান। ৬৪ বলে অর্ধশতক তুলে নেওয়ার পর ১৪৩ বলে তিনি তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। মোহাম্মদ রিজওয়ানের পর সেঞ্চুরি তুলে নেন সৌদ শাকিলও। টাইগারদের বিপক্ষে আজ তিনি ১৯৫ বলে তুলে নেন সেঞ্চুরি। এই দুই ব্যাটারের জোড়া সেঞ্চুরিতে সাড়ে তিনশ ছাড়িয়ে যায় পাকিস্তানের সংগ্রহ।

অবশেষে এই জুটিকে থামান মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে স্ট্যাম্প আউট হয়ে সাজঘরে ফিরে যান সৌদ শাকিল। আউট হওয়ার আগে করেন ২৬১ বলে ১৪১ রান। তার বিদায়ে ভাঙে ২৪০ রানের জুটি।

সৌদ শাকিলের বিদায়ের পর ক্রিজে আসেন আগা সালমান। তাকে নিয়ে চা বিরতির আগের সময়টা নির্বিঘ্নে কাটিয়ে দেন রিজওয়ান। এই জুটিতে ভর করে ৯৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৬৭ রান তুলে চা বিরতিতে যায় স্বাগতিকরা।

চা বিরতি থেকে ফিরে এই জুটিকে আর বেশিদূর এগোতে দেননি সাকিব আল হাসান। দলীয় ৩৯৮ রানে সাকিবের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান আগা সালমান। আউট হওয়ার আগে করেন ৩৬ বলে ১৯ রান।

আগা সালমানের বিদায়ের পর ক্রিজে আসেন শাহিন আফ্রিদি। তাকে সঙ্গে নিয়ে খেলা চালিয়ে যেতে থাকেন রিজওয়ান। শেষ পর্যন্ত ১১৩ ওভার খেলে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। রিজওয়ান ২৩৯ বলে ১৭১ রানে ও শাহিন আফ্রিদি ২৪ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন।

এর আগে আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ের চেয়ে সাড়ে চারঘণ্টা পর শুরু হয় রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনের খেলা। যেখানে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের এই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে সময় নেননি বাংলাদেশি পেসাররা।

ভেজা উইকেটের বাড়তি সুবিধা দারুণভাবে কাজে লাগিয়েছেন বাংলাদেশি পেসাররা। নতুন বলে পাকিস্তানি ব্যাটারদের চেপে ধরেন শরিফুল ইসলাম-হাসান মাহমুদ। তাদের গতি আর সুইংয়ে তাসের ঘরের মতো ভেঙে যায় পাক টপ অর্ডার। মাত্র ১৬ রানেই ৩ উইকেট হারিয়ে বসে পাকিস্তান।

১৬ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়ে দলকে টেনে তুলেন সৌদ শাকিল ও সায়িম আইয়ুব। এই দুই তরুণ ব্যাটারের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়াতে থাকে পাকিস্তান। সায়িম তুলে নেন ব্যক্তিগত ফিফটি। তবে মাইলফলক ছুঁয়ে আর বেশি দূর এগোতে পারেননি। ৫৬ রান করা এই ওপেনারকে ফিরিয়ে ৯৮ রানের জুটি ভাঙেন হাসান।

এরপর দিনের বাকিটা সময় মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে নিরাপদে কাটিয়েছেন শাকিল। সায়িম আইয়ুবের মতো তিনিও তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। তার এই অর্ধশতকে ভর করে ৪১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রানে প্রথম দিন শেষ করে পাকিস্তান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন হাসান ও শরিফুল।

(ঢাকাটাইমস/২২আগস্ট/ এনবিডব্লিউ)

Read more

Local News