ভারতের এক তরফা পানি ছেড়ে দেওয়ায় দেশের পূর্বাঞ্চলে বন্যা বিপর্যয়সহ সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের নিজ জেলা পটুয়াখালী সফর বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
শনিবার পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের দুর্গত এলাকায় উদ্ধারকাজসহ ভুক্তভোগী মানুষের পাশে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/২২আগস্ট/জেবি/কেএম)

