Monday, November 10, 2025

চাঁপাইনবাবগঞ্জে সিমেন্টবোঝায় ট্রাক উল্টে প্রাণ গেল দুই শ্রমিকের

Share

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সোনাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্টবোঝায় ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়ের সোনাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন— শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে ফানু (৪৫) ও একই গ্রামের হেরাস আলীর ছেলে আব্দুর রাজ্জাক খুদু (৪৫)।

স্থানীয়রা জানান, সিমেন্টবোঝায় ট্রাকটি কানসাট থেকে দাইপুকুরিয়া যাওয়ার কথা ছিল। তবে দাইপুকুরিয়া যাওয়ার আগেই সোনাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে যায়। এতে ট্রাকে থাকা দুই শ্রমিক নিহত হন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি সিমেন্ট নিয়ে যাওয়ার সময় সোনাপুর এলাকায় উল্টালে ট্রাকে থাকা দুই শ্রমিক নিহত হন। এ ঘটনায় আরো চারজন শ্রমিক সামান্য আহত হয়েছেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/২৩আগস্ট/এসএ)

Read more

Local News