Thursday, November 13, 2025

তাসরিফের দাবি, তিনি এক দিনে ৪০০ বন্যার্তকে উদ্ধার করেছেন

Share

ভয়াবহ বন্যার কবলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের নয়টি জেলা। ৩০ লাখের বেশি মানুষ পানিবন্দি। সেনাবাহিনী, বিজিবিসহ নানা শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের সহায়তায় চলছে উদ্ধার কার্যক্রম। সেখানে শরিক হয়ে গায়ক তাসরিফ খান দাবি করলেন, তিনি এক দিনে ৪০০ লোককে উদ্ধার করেছেন।

সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে তাসরিফ জানিয়েছেন, ‘প্রথম দিন শেষে বিকাল থেকে রাত পর্যন্ত দুইটি স্পিডবোট দিয়ে ফেনীর লস্করহাট থেকে আমরা ৪০০’র বেশি মানুষকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখানকার ডিসি মহোদয়ের নেতৃত্বে ছাত্রদের সাপোর্ট, লোকাল সাপোর্ট ও রোভার স্কাউটের সহযোগিতায় এই কার্যক্রম করা সম্ভব হয়েছে।’

শুক্রবার ভোর থেকে ১৮টা বোট নিয়ে ছাগল নাইয়া, ফুলগাজী, পরশুরাম এবং আরও দুর্গম এলাকাগুলোতে ঢুকবেন বলেও জানান এই তরুণ সংগীতশিল্পী।

এছাড়া তিনি ফেনীর বন্যাদুর্গতদের পরিস্থিতির আপডেট জানিয়ে আরও একটি পোস্টে লিখেছেন, ‘কয়েক শত বোট ট্রাকে করে ফেনীতে ঢুকেছে। শুক্রবার (২৩ আগস্ট) ভোর থেকে বড় পরিসরে উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ বিতরণ চলবে।’

দুই বছর আগে সিলেটের বন্যার সময় বন্যার্তদের পাশে থেকেছেন সংগীতশিল্পী তাসরিফ খান। ‘কুঁড়েঘর’ ব্যান্ডের এই শিল্পী যেকোনো প্রাকৃতিক দুর্যোগেই দাঁড়িয়ে যান মানুষের জন্য। ২০২২ সালে সিলেটের বন্যায়ও ব্যাপক উদ্যোগ ছিল তার। ঝাঁপিয়ে পড়লেন এবারও।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/এজে)

Read more

Local News