Monday, November 10, 2025

বন্যার্তদের যেকোনো সহায়তার ঘোষণা বিসিবির

Share

বন্যার্তদের ত্রাণ ও সহায়তা দিয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংকট মোকাবেলায় জরুরি সেবা ও সরকারি উদ্যোগকে সহযোগিতা করার প্রতিশ্রুতি বাংলাদেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

বিসিবি জানায়, অন্যান্যদের মতো দেশের সংকটকালীন সময়ে বন্যায় আটকে পড়া মানুষদের সহযোগিতার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

এক বিবৃতিতে বিসিবির সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘অন্যান্যদের ন্যায় আমরাও বর্তমান বন্যায় ক্ষতিগ্রস্তদের নিয়ে চিন্তিত। এই কঠিন সময়ে দেশের মানুষের সহায়তায় পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমরা ত্রাণ ও সহায়তা প্রদানের জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছি এবং বন্যার্ত মানুষকে পুনরুদ্ধার ও পুননির্মানের জন্য আমরা যেকোনো সহায়তা করতে প্রস্তুত আছি।’

বিসিবির এই নতুন সভাপতি আরও বলেন, ‘এই চ্যালেঞ্জিং মুর্হূতে দেশকে সমর্থন করার জন্য বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ এবং এ কাজে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সমন্বয় অব্যাহত থাকবে। এই অবস্থায় আমরা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/এসআইএস)

Read more

Local News