Thursday, November 13, 2025

বন্যার্তদের সহায়তায় দুই মাসের রোজগার দিচ্ছেন সিয়াম ও তার স্ত্রী

Share

বানভাসি মানুষের পাশে দাঁড়াতে নিজেদের সামর্থ্যের মধ্য থেকে এগিয়ে এলেন অভিনেতা সিয়াম আহমেদ ও তার স্ত্রী শাম্মা রুশফি অবন্তী। তারা জানালেন, দুজনেই তাদের দুই মাসের পুরো রোজগার দিয়ে দিচ্ছেন ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলের বন্যার্তদের।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় চিত্রনায়ক সিয়াম আহমেদ এ কথা জানিয়েছেন।

ভিডিওতে বার্তায় সিয়াম বলেন, ‘গতকাল এক ভিডিওতে দেখলাম এক ছোট বাবু তার জমানো ১৪,৫০০ টাকা বন্যার্তদের মাঝে দিয়ে দিয়েছে। আমাদের বাংলাদেশের মানুষের ইউনিটিটা আসলে এখানে, এটাই আমাদের বিউটি। আমরা সিদ্ধান্ত নিয়ে এই মাসের ও আগের মাসের ইনকাম পুরোটা ডোনেট করছি। কিছু টাকা ইতোমধ্যে দিয়েছি, বাকিটা দিতে যাচ্ছি।’

এতে সায় দেন তার পাশে থাকা স্ত্রী অবন্তী। জানান, তিনিও একই কাজ করছেন। জানালেন, দুজনেই তাদের পুরো মাসের রোজগার দিয়ে দিচ্ছেন ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলের বন্যার্তদের।

সিয়াম বলেন, ‘ডোনেশনের কথা সরাসরি বলা উচিত না, কিন্তু এখন যদি বলা যায় তাহলে কিছু মানুষ হয়তো উৎসাহিত হয়ে তারাও এগিয়ে আসবেন। প্রত্যেকের উচিত তার কাছের বা একই পেশার মানুষকে উৎসাহিত করা। আমি অভিনয় পেশায় জড়িত। এখানে অনেকে সামর্থ্যবান রয়েছেন। তাদেরকে বলব, প্লিজ আপনারা একটা অ্যামাউন্ট বন্যার্তদের ডোনেট করুন। বাংলাদেশের এই সাপোর্টটা এখন দরকার।’

সিয়াম জানান, তিনি ‘গিভ বাংলাদেশ’ স্বেচ্ছাসেবক সংগঠনের মাধ্যমে বন্যার্তদের পাশে আছেন। সংগঠনটি তার কাছে বিশ্বস্ত এবং পরিচিত।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/এলএম/এসআইএস)

Read more

Local News