ভয়াবহ বন্যার পানিতে ভাসছে দেশের ১২টি জেলা। ক্ষতিগ্রস্ত প্রায় অর্ধ কোটি মানুষ। এ পর্যন্ত মারা গেছেন ১৮ জন। এই অবস্থায় বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসছেন সারা দেশের নানা শ্রেণি-পেশার মানুষ ও সংগঠন। তারই ধারাবাহিকতায় এবার বন্যার্তদের জন্য একটি ফাউন্ডেশন করার উদ্যোগ নিয়েছেন আসিফ আকবর।
শ্রোতাপ্রিয় এই গায়ক গণমাধ্যমকে জানিয়েছেন, তার ফাউন্ডেশনের নাম হবে ‘আসিফ আকবর ফাউন্ডেশন’।
আসিফ বলেন, ‘দেশের ৬৪ জেলায় আমার ফ্যান ক্লাব রয়েছে। প্রতিটি ক্লাব থেকে ১১ জনের একটা টিম গঠন করব, যারা জেলায় জেলায় এ ধরনের দুর্যোগে মানুষের পাশে দাঁড়াবেন। সব জেলার দুর্যোগ ব্যবস্থাপনা মনিটরিং করব নিজেই। দেশের বাইরেও আমার ভক্তকুল রয়েছে। তহবিল গঠনে তারাও এগিয়ে আসবেন।’
এর আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ লেখেন, ‘পেট্রোল পাম্পের মালিক বলছে উদ্ধারকার্যে নিয়োজিত বোটের জন্য তেল ফ্রি, অপারেটর বলছে নেট ফ্রি, শুকনো জায়গার মালিক আশ্রয় দিয়ে বলছে থাকা ফ্রি- সাধারণ মানুষ বলছে খাবার ভাগ করে খাবো। জেগে উঠেছে নতুন বাংলাদেশ। সারা দেশের মানুষের মাঝে আজ তৈরি হয়েছে এক অভূতপূর্ব ঐক্য। ৩৬ শে জুলাই স্বৈরাচারী দানবের বিদায়ের পর এই রাজনৈতিক বন্যাও মোকাবিলা করা হবে।’
আরও লেখেন, ‘সাময়িক বিপর্যয়ও কেটে যাবে, তারপর ভেসে উঠবে ক্লেদমুক্ত নতুন বাংলাদেশ। সেনা ছাত্র জনতা-গড়ে তুলেছে একতা। জেগেছে রে জেগেছে, বাংলাদেশ জেগেছে। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। অসুর বধের সময় এসেছে। এবারের সংগ্রাম, সার্বভৌমত্বের সংগ্রাম। ধর্ম বর্ণ নির্বিশেষে হাতে হাতে রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম।’
সবশেষে গায়ক লেখেন, ‘জনপ্রশাসন রাষ্ট্র চালাবে, পরাজিত শক্তি যেন বন্যার সুযোগে দেশে অশান্তি সৃষ্টি করতে না পারে। এই কঠিন সময়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা গাদ্দার চিনে রাখতে হবে। আসুন সবাই সাধ্যমতো এগিয়ে আসি বন্যার্তদের পাশে, না পারলে দোয়া করি যেন জাতি এই আজাব থেকে দ্রুত নিষ্কৃতি পায়। যে বাংলাদেশ জেগে উঠেছে, সেই বাংলাদেশ হারবে না ইনশাআল্লাহ।’
শুধু আসিফ নয়, বন্যার্তদের জন্য ইতোমধ্যে সাধ্যমতো সাহায্য-সহযোগিতা পাঠিয়েছেন দেশের শোবিজ অঙ্গণের অনেক তারকা। অনেকে আবার সশরীরে বন্যা কবলিত এলাকায় গিয়ে বন্যার্তদের ত্রাণ এবং নগদ অর্থ দিচ্ছেন। তবে সবচেয়ে ব্যাপক হারে এ কাজে নিয়োজিত আছে ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন।
(ঢাকাটাইমস/২৫আগস্ট/এজে)

