Sunday, November 16, 2025

টাকা তোলার সীমা বাড়িয়ে ৪ লাখ করল বাংলাদেশ ব্যাংক

Share

চলতি সপ্তাহে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা বাড়িয়ে চার লাখ টাকা করেছে বাংলাদেশ ব্যাংক, যা আগের সপ্তাহে ছিল তিন লাখ টাকা।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় গত তিন সপ্তাহ ধরে টাকা উত্তোলনের সীমা বেঁধে দিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক।

শুরুতে এক লাখ টাকার বেশি উত্তোলনের করা যাবে না বলে নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

এর আগে, কেন্দ্রীয় ব্যাংক চেকের মাধ্যমে লেনদেনের ওপর নজরদারি ও সন্দেহজনক লেনদেন আটকানোর নির্দেশ দিয়েছিল।

Read more

Local News