Thursday, November 13, 2025

পাকিস্তানে গাড়ি থেকে নামিয়ে পরিচয় যাচাইয়ের পর ২৩ যাত্রীকে গুলি করে হত্যা

Share

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ট্রাক ও বাস থেকে নামিয়ে কমপক্ষে ২৩ ভ্রমণকারীকে হত্যা করেছে সশস্ত্র ব্যক্তিরা। নিহতদের ২০ জনই দেশটির পাঞ্জাবের বাসিন্দা।

পাকিস্তানের দৈনিক ডন বলেছে, সোমবার ভোরে বেলুচিস্তানের মুসাখাইল জেলায় এ ঘটনা ঘটে। একদল সশস্ত্র ব্যক্তি আন্তঃপ্রাদেশিক মহাসড়ক বন্ধ করে বেশ কয়েকটি বাস ও ট্রাক থেকে আরোহীদের নামিয়ে পরিচয় যাচাই করার পর তাদের গুলি করে হত্যা করে বলে জানিয়েছেন মুসাখাইলের অতিরিক্ত কমিশনার নাজীব কাকার।

মুসাখাইল জেলার রারাশাম এলাকায় এ ঘটনায় নিহতরা সবাই পাঞ্জাব থেকে এসেছিলেন। তবে নিহতদের মধ্যে তিনজন বেলুচও রয়েছেন। ভ্রমণকারীদের হত্যার পর ১০টি গাড়িতেও আগুন ধরিয়ে দেয় সশস্ত্র ব্যক্তিরা।

তবে এই সশস্ত্র হামলাকারীদের পরিচয় কী সে ব্যাপারে প্রাথমিক কোনো তথ্য জানাতে পারেননি মুসাখাইলের অতিরিক্ত কমিশনার নাজীব কাকার।

পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশ বেলুচিস্তানে প্রায়শ গুলিতে হত্যার ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কারা জড়িত, তার বেশিরভাগই অজানা থেকে যায়। প্রদেশটিতে বিচ্ছিন্নতাবাদীরাও সক্রিয়। গেল বছরের অক্টোবরেও কেচ জেলার তুরবতে ছয় পাঞ্জাবী শ্রমিককে গুলি করে হত্যা করে অজ্ঞাত বন্দুকধারীরা।

এদিকে ২৩ ভ্রমণকারীকে হত্যার ঘটনায় ‘দায়ী সন্ত্রাসীদের কঠোর শাস্তি দেওয়া হবে’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানে কোনো ধরনের সন্ত্রাসবাদ গ্রহণযোগ্য নয়। দেশটির রাষ্ট্রপতিও সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে অবিচল প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/টিটি/এমআর)

Read more

Local News