Sunday, November 16, 2025

বিমানবন্দর থেকে আ.লীগের দুই নেতা আটক

Share

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করা হয়েছে। তারা হলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম আহমদ প্রচার সম্পাদক আবদুর রহমান জামিল। আবদুর রহমান জামিল রেড ক্রিসেন্ট সিলেট শাখারও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। সোমবার রাত পৌনে ৯টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোমবার রাতে আওয়ামী লীগের ওই দুই নেতা সৌদি আরব যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে যান। রাত পৌনে ৯টার দিকে ইমিগ্রেশনে গেলে তাদের আটক করা হয়। পরে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে সিলেট মহানগর পুলিশকে জানানো হয়।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুজনকে থানায় আনার প্রক্রিয়া চলছে।তাদের কোন মামলায় গ্রেপ্তার করা হচ্ছে সেটি জানাতে পারেননি ওসি।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/কেএম)

Read more

Local News