Saturday, November 8, 2025

জয় শাহ ভারতকে পাকিস্তানের মাঠে খেলানোর ব্যবস্থা করবেন, আশায় ইউনুস

Share

ভারতের প্রভাবশালী ক্রিকেট প্রশসক জয় শাহ আইসিসির নতুন চেয়ারম্যান হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক ইউনুস খান। তিনি আশা করছেন জয় শাহর মাধ্যমে ক্রিকেট এগিয়ে যাবে সেই সঙ্গে ক্রীড়াসুলভ মানসিকতা দেখিয়ে ভারতকে পাকিস্তানে খেলানোর ব্যবস্থা করবেন তিনি।

চরম রাজনৈতিক বৈরিতায় নিজেদের মধ্যে দ্বি-পাক্ষিক সিরিজ খেলে না ভারত-পাকিস্তান। নিরাপত্তাজনিত কারণে ২০০৮ সালের পর আর পাকিস্তান সফর করেনি ভারত। আইসিসি ও এসিসি ইভেন্ট ছাড়া মুখোমুখি হয় না দু’দল।

গত এশিয়া কাপের আয়োজক পাকিস্তান হলেও সেখানে খেলতে যেতে চায়নি ভারত। টুর্নামেন্টটি আয়োজিত হয় হাইব্রিড মডেলে। গত বছর ভারতে গিয়ে অবশ্য ওয়ানডে বিশ্বকাপ খেলেছে পাকিস্তান।  আগামী ফেব্রুয়ারির আইসিসি ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। কিন্তু ভারত সেখানে গিয়ে খেলবে কিনা তা নিয়ে আছে অনিশ্চয়তা।

ইউনুস আশা করেন জয় তার ক্রীড়াসুলভ মনোভাব দিয়ে ভারতকে পাকিস্তান সফরে নিয়ে যেতে ভূমিকা রাখবেন,  ‘জয় শাহর আইসিসি প্রধান হওয়ায় ক্রিকেটের উত্তরণ হওয়া উচিত।’

‘জয় শাহকে ক্রীড়াসুলভ মানসিকতা দেখানো দরকার। আইসিসি প্রধান হিসেবে তার ভালো উদ্যোগ হতে পারে ভারতকে পাকিস্তানকে এনে ক্রিকেট খেলাতে পারা। একই সঙ্গে পাকিস্তানকেও ভারতে নিয়ে যেতে পারা।’  দুই দেশের বৈরিতা সরিয়ে আবার দ্বি-পাক্ষিক সিরিজ শুরু করানোর আশা ইউনুসের।

পাকিস্তান দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও কথা বলেন প্রাক্তন ডানহাতি ব্যাটার। সম্প্রতি ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্ট হেরে বিব্রতকর অবস্থায় পড়েছে পাকিস্তান। ইউনুসের মতে ঘরের মাঠে প্রত্যাশার চাপ বেশি থাকলেও সেটা পেশাদার খেলোয়াড়দের সামাল দেয়া উচিত,  ‘ঘরের মাঠে খেলা সব সময় চাপের। খেলোয়াড়রা যদি চাপ সইতে না পারে তাহলে কীভাবে হবে? খেলোয়াড়দের মানসিকতা আরও শক্ত করা উচিত।’

Read more

Local News