Sunday, November 16, 2025

গুজরাটে বন্যায় মৃত্যু বেড়ে ৩৫, রেড অ্যালার্ট জারি

Share

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে ভয়াবহ বন্যায় গত তিনদিনে কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে। ১৩ জন পানিতে ডুবে মারা গেছে। বাকিরা গাছ কিংবা বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়ে মারা গেছেন। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি) রাজ্যের বেশ কয়েকটি অংশে রেড অ্যালার্ট জারি করেছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

আইএমডি বলছে, বুধবার সৌরাষ্ট্র অঞ্চলের দ্বারকা, জামনগর, রাজকোট এবং পোরবন্দরের মতো জেলাগুলিতে ১২ ঘণ্টায় ৫০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা রাজ্যটির বার্ষিক বৃষ্টিপাতের চাইতেও বেশি। আগামী কয়েকদিন কচ্ছ, দ্বারকা, জামনগর, মোরবি, সুরেন্দ্রনগর, রাজকোট, পোরবন্দর, জুনাগড়, গির সোমনাথ, আমরেলি, ভাবনগর এবং বোটাদেতে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি।

রাজ্য সরকার জানিয়েছে, সেনাবাহিনীর ছয়টি দল, ১৪টি জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) এবং ২২টি রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী(এসডিআরএফ) রাজ্যে উদ্ধার ও ত্রাণ কাজ পরিচালনা করছে। এছাড়া দেশটির বিমান, নৌ বাহিনী এবং কোস্টগার্ড ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা করছে।

গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ প্যাটেল জানান, বন্যা কবলিত এলাকা থেকে প্রায় ৪০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এরমধ্যে এখনও পর্যন্ত ৫ হাজারেরও বেশি মানুষকে পুনর্বাসন করা হয়েছে।

এদিকে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে টেলিফোনে কথা বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সমস্ত সহায়তার আশ্বাস দেন।

মুখ্যমন্ত্রী প্যাটেলও রাজ্যের পরিস্থিতি পর্যালোচনা করে ভদোদরা শহর ও জেলা, দ্বারকা এবং জামনগর জেলায় জলে আটকে পড়া লোকদের জন্য ত্রাণ অভিযানকে অগ্রাধিকার দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/টিটি/এমআর)

Read more

Local News