Monday, November 10, 2025

ঢাবির নতুন রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ

Share

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হয়েছেন মুন্সী শামস উদ্দিন আহম্মদ। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

এর আগে মুন্সী শামস উদ্দিন আহম্মদ ঢাবির ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্যের আদেশ মোতাবেক সাময়িকভাবে মুন্সী শামস উদ্দিন আহম্মদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ করা হয়েছে। পদে তিনি বিধি মোতাবেক সুবিধাদি প্রাপ্য হবেন। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/এসকে/কেএম)

Read more

Local News