Sunday, November 16, 2025

ঢাবিতে অধ্যাপক ড. সাইফুল ইসলামের যোগদান

Share

আদালতের রায় পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যোগদান করেছেন থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক . সাইফুল ইসলাম। বৃহস্পতিবার সাইফুল রেজিস্টারের মাধ্যমে বিভাগে যোগদান করেন।

এর আগে রাজনৈতিকভাবে ভিন্ন মতাবলম্বী হওয়ায় ২০১৫ সালের ৩০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. সাইফুল ইসলামকে চাকরিচ্যুত করা হয়! তৎকালীন আওয়ামী লীগ পন্থি হিসেবে পরিচিত ভিসি . আরেফিন সিদ্দিকের সভপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন সাইফুল ইসলাম।

রিটের প্রেক্ষিতে ২০১৯ সালের ২৪ জানুয়ারি সাইফুল ইসলামের পক্ষে রায় দেন আদালত। ওই রায়ের প্রেক্ষিতে তিনি বিভাগে যোগদান করতে গেলে তৎকালীন প্রশাসন তাকে বাধা দেয়। তবে আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আগস্ট তিনি যোগদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে চিঠি দেন। সেটি বৃহস্পতিবার গ্রহণ করা হয় এবং তিনি যোগদান করেন।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/জেবি/কেএম)

Read more

Local News