Saturday, November 8, 2025

বৃষ্টিতে ভেসে গেল প্রথম দিনের খেলা

Share

প্রথম টেস্টে দারুণ জয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। এবার তাদের হাতে বড় সুযোগ সিরিজ জিতে নেওয়ার। তবে তাতে বাগড়া দিয়েছে বৃষ্টি। অবিরাম বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে শেষ পর্যন্ত মাঠ খেলার উপযোগী হয়নি। এমনকি হয়নি টসও।

শুক্রবার রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে একটি বলও মাঠে গড়ায়নি। প্রথম টেস্টে স্বাগতিকদের ১০ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল।

স্থানীয় সময় দুপুর ১২টায় মাঠ পরিদর্শনে যাওয়ার কথা ছিল আম্পায়ারদের। তবে টানা বর্ষণের কারণে তা সম্ভব হয়নি। পরে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন তারা।

Read more

Local News