Thursday, November 13, 2025

ইবিতে ক্লাস-পরীক্ষা শুরুর দাবিতে শিক্ষার্থীর একক অবস্থান কর্মসূচি

Share

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাস ও পরীক্ষা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শফিকুল আজম ভুঁইয়া আকাশ।

শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তিনি এ কর্মসূচি পালন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী তার সঙ্গে সংহতি জানিয়ে পাশে অবস্থান করতে দেখা গেছে।

শফিকুল আজম ভুঁইয়া আকাশ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ক্লাস ও পরীক্ষার অনিশ্চয়তা এবং সেশনজটের প্রতিবাদে তিনি এই একক আন্দোলন শুরু করেন।

আকাশের পাশে থাকা প্ল্যাকার্ডগুলোতে বিভিন্ন দাবি ও স্লোগান লেখা ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘ক্লাস কেনো বন্ধ’, ‘আমি আদুভাই হতে চাই না’, ‘বন্ধ ক্লাস খুলে দাও, সেশনজট রুখে দাও’ এবং ‘প্রশাসনের নামে প্রহসন চাই না’।

তিনি বলেন, ‘ক্লাস ও পরীক্ষার অনিশ্চয়তা শিক্ষার্থীদের ভবিষ্যতকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ক্লাস ও পরীক্ষা শুরুর দাবি জানাচ্ছি। শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবন ফিরে পাওয়া উচিত।’

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ এবং ছাত্রউপদেষ্টা না থাকায় প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সিন্ডিকেট সভা ছাড়া ক্লাস ও পরীক্ষা শুরু করা সম্ভব হচ্ছে না, আর অর্থ সংক্রান্ত কার্যক্রমেও জটিলতা তৈরি হয়েছে। প্রক্টর পদত্যাগের পর নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে, বহিরাগতদের উৎপাত বাড়ছে। শিক্ষার্থীরা হল পাহারার দায়িত্ব নিলেও সংকট নিরসনে প্রশাসনিক তৎপরতা দেখা যাচ্ছে না।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/পিএস)

Read more

Local News