Thursday, November 13, 2025

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

Share

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে ছরিকাঘাতে খুনের অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।

সোমবার সকাল ১০টায় উপজেলার দোয়াখানী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পৈত্রিক বসতভিটা নিয়ে নওশাদ ও জুনেদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি এলাকার জনপ্রতিনিধিসহ মুরুব্বিরদের নিয়ে নিষ্পত্তিও হয়েছিল। এ নিয়ে সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জুনেদ তার বড় ভাইকে ছুরি দিয়ে আঘাত করেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকারীকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে। ঘটনার পর জুনেদ মিয়া পালিয়ে গেছেন।

(ঢাকা টাইমস/০২সেপ্টেম্বর/এসএ)

Read more

Local News