Thursday, November 13, 2025

সিরিজসেরার প্রাইজমানি সেই রিকশাচালকের পরিবারকে দেবেন মিরাজ

Share

হোয়াইটওয়াশ পাকিস্তান। প্রথম টেস্টে ১০ উইকেটে জেতার পর এবার টাইগারদের জয় ৬ উইকেটে। তাতে প্রথমবারের মতো বিদেশের মাটিতে পূর্ণ শক্তির কোনো দলকে হারাল বাংলাদেশ। আর এই জয়ে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে হয়েছেন সিরিজ সেরাও। তবে সিরিজ সেরার প্রাপ্ত অর্থ বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রিকশাচালকের পরিবারকে দিবেন বলে জানান এই অলরাউন্ডার।

বাংলাদেশ দল যখন পাকিস্তান সফরে যায় তখন পুরো দেশ ছিল কোটা বিরোধী আন্দোলনে উত্তাল। পরে সেই আন্দোলন গড়ায় দেশ সংস্কারের আন্দোলনে। রক্তাক্ত হয়েছে পুরো বাংলাদেশ। প্রাণ হারিয়েছেন শিক্ষার্থী ছাড়াও সাধারণ মানুষ, পথচারীও। তারমধ্যে ছিলেন একজন রিকাশাচালকও। সেই রিকশাচালকের মৃত্যুতে ব্যথিত মিরাজ। তার পরিবারের হাতে সিরিজ সেরার প্রাইজমানি দেওয়ার ঘোষণা দিয়েছেন মিরাজ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দুই লাখ ১৪ হাজার টাকারও বেশি।

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট জয়ের পর মিরাজ বলেছেন, ‘এই প্রথম আমি বিদেশ সফরে প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার জিতেছি। আপনারা সবাই জানেন যে সম্প্রতি আমাদের দেশে সমস্যা হয়েছে। আমি এই ম্যান অফ দ্য সিরিজ পুরস্কারটি উৎসর্গ করতে চাই সেই ব্যক্তিদের যারা বৈষম্য বিরোধী প্রতিবাদের সময় মারা গেছেন। সেখানে একজন রিকশাচালক আহত হন এবং পরে মারা যান। আমি তার পরিবারকে এই পুরস্কার উপহার দিতে চাই।’

দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে দুটি ইনিংস খেলার সুযোগ পেয়ে ১৫৫ রান করেছেন মিরাজ। যেখানে একটিতে ৭৭ রান এবং অপরটিতে ৭৮ রান করেন। দ্বিতীয়টি ছিল ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটন দাসের সঙ্গে ইনিংস মেরামত করা ইনিংস। পাশাপাশি বল হাতেও নিয়েছেন ১০ উইকেট। যে কারণে প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন মিরাজ।

Read more

Local News