Monday, November 10, 2025

পাসপোর্ট বাতিল হয়েছে, দেশ ছাড়ার প্রশ্নই আসে না: বিচারপতি ওবায়দুল হাসান

Share

সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান দেশ ছাড়েননি। আজ বেশ কয়েকটি গণমাধ্যমে তার দেশ ছাড়ার ব্যাপারে খবর প্রকাশিত হলেও তিনি নিজেই দেশ না ছাড়ার কথা নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ওবায়দুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি ঢাকায় আছি। আমি দেশ ছেড়ে যাইনি। কোনো কোনো গণমাধ্যমে আমি দেশ ছেড়েছি বলে যে খবর দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমার লাল পাসপোর্ট সরকার বাতিল করেছে। তাই আমার দেশ ছাড়ার প্রশ্নই আসে না।’

পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে গত ১০ আগস্ট পদত্যাগ করেন তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও আপিল বিভাগের পাঁচ বিচারপতি।

Read more

Local News