Saturday, November 8, 2025

হাসানুল হক ইনু ৫ দিনের রিমান্ডে

Share

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

একটি হত্যা মামলায় আজ মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান এ আদেশ দেন।

আদালতের এক উপপরিদর্শক দ্য ডেইলি স্টারকে জানান, কোটা সংস্কার আন্দোলন চলাকালে ট্রাকচালক মো. সুজন (২৪) হত্যার ঘটনায় করা মামলায় ইনুকে আদালতে হাজির করা হয়।

গত ২২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৮ জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলাটি করেন নিহতের ভাই রফিকুল ইসলাম।

গত ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হন ইনু।

আন্দোলন চলাকালে নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আবদুল ওয়াদুদের নিহতের ঘটনায় করা মামলায় ২৭ আগস্ট ইনুকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৯ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় মামলাটি করেন নিহতের শ্যালক আবদুর রহমান।

 

Read more

Local News