Saturday, November 8, 2025

জেনারেল আজিজ, হারিস ও জোসেফের বিরুদ্ধে তদন্তে নামছে দুদক

Share

অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার ও ক্রয় সংক্রান্ত দুর্নীতিসহ অন্যান্য অনিয়মের অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ ছাড়াও, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। তার বিরুদ্ধে টেন্ডার কারসাজি, সরকারি সম্পত্তি দখল, সরকারি তহবিল আত্মসাৎ এবং চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

আজ বুধবার দুদকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

Read more

Local News