ব্যয় সংকোচন, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন-বিআইডব্লিউটিসির কর্মকর্তা-কর্মচারীদের তাগিদ দিয়েছেন বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
এক মতবিনিময় সভায় বলেছেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে, যেকোনো অনিয়ম দূর করতে হবে।’
বুধবার বিকালে বিআইডব্লিউটিসি প্রধান কার্যালয় ফেয়ারলি হাউস ২৪ কাজী নজরুল ইসলাম এভিনিউতে পরিদর্শন ও বিআইডব্লিউটিসি’র সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
উল্লেখ্য, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান অতিরিক্ত সচিব ড.কে এম মতিউর রহমান বিআইডব্লিউটিসি’র সার্বিক কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক উপস্থাপনা করেন।
এসময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সঞ্জয় কুমার বনিক বিআইডব্লিউটিসির পরিচালকও মহাব্যবস্থাপকবৃন্দ, সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ও ইউনিট প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/০৪সেপ্টেম্বর/এলএম/ইএস)

