Saturday, November 8, 2025

বগুড়া যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত

Share

বগুড়া জেলা ছাত্রদল ও যুবদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার সকালে এবং সন্ধ্যায় সংগঠন দুটির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম ও নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিগগিরই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

সদ্য বিলুপ্ত হওয়া বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান বলেন, শীঘ্রই বগুড়া জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হবে।

এদিকে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে বগুড়া জেলা যুবদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার সকালে যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। শিগগিরই ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

(ঢাকাটাইমস/০৪সেপ্টেম্বর/পিএস)

Read more

Local News