Saturday, November 8, 2025

পোশাক কারখানায় অস্থিরতায় জড়িত সন্দেহে আশুলিয়ায় ৩ যুবক আটক

Share

শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাকশ্রমিকদের আন্দোলনে উসকানিদাতা সন্দেহে ৩ যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আজ বুধবার বিকেল ৫টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকার দেওয়ান সিএনজি পাম্প সংলগ্ন একটি পোশাক কারখানার সামনে থেকে তাদের আটক করে আশুলিয়া থানায় নেওয়া হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে আটকদের নাম-পরিচয় জানাননি তিনি।

তিনি বলেন, ‘একটি পোশাক কারখানায় ভাঙচুর ও শ্রমিক আন্দোলনে সম্পৃক্ত থাকার সন্দেহে তিন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা চাই নিরপরাধ কাউকে যেন হয়রানি না করা হয়। এজন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

 

Read more

Local News