Saturday, November 8, 2025

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৬ সেপ্টেম্বর

Share

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১৬ সেপ্টেম্বর সারা দেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে।

গতকাল বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল হামিদ জমাদ্দারের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় জানানো হয়, গতকাল বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে পবিত্র রবিউল আউয়াল মাস শুরু হবে।

মহানবী মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দে হিজরি মাস রবিউল আউয়ালের ১২ তারিখে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইন্তেকাল করেন।

Read more

Local News