চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূকে ধর্ষণের পর হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, সিনিয়র জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার এ রায় দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে চার আসামিকে খালাস দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আখিরা গ্রামের আব্দুল মান্নানের ছেলে হেলাল আলী, একই গ্রামের আতাউর রহমানের ছেলে আব্দুল জলিল, মো. মন্টুর ছেলে মোহাম্মদ আলী ওরফে সাদ্দাম ও আইয়ুব আলীর ছেলে আউয়াল হোসেন।
(ঢাকা টাইমস/০৫সেপ্টেম্বর/এসএ)

