Sunday, November 16, 2025

সিপিএলে এক ম্যাচে ৪২ ছক্কার রেকর্ড

Share

বর্তমানে টি-টোয়েন্টি ম্যাচে মানেই চার-ছক্কার বৃষ্টি। এক একটি ছক্কা যেনো দর্শকদের ভাসিয়ে নিয়ে যায় আনন্দের জোয়ারে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের ম্যাচে হয়ে গেল ছক্কা উৎসব। দুদল মিলিয়ে ৪২টি ছক্কা হাঁকিয়েছে। যা স্বীকৃত টি-টোয়েন্টিতে যৌথভাবে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

তবে এর আগেও এক ম্যাচে ৪২টি ছক্কা উপভোগ করেছেন ক্রিকেটপ্রেমীরা। আইপিএলে (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) চলতি বছরই কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের ম্যাচে সমান ৪২টি ছক্কা হয়েছিল। এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা ৩৮টি, যা সর্বশেষ আইপিএলে হয়েছে দুবার। অর্থাৎ স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার তালিকার প্রথম চারটি ম্যাচই হয়েছে এ বছর।

আজ বৃহস্পতিবার ভোরে ওয়ার্নার পার্কে হওয়া সেন্ট কিটস-গায়ানা ম্যাচে ‘অদ্ভুত’ এক ইনিংস খেলেছেন শিমরন হেটমায়ার। গায়ানার এই ব্যাটসম্যান ৩৯ বলে করেছেন ৯১ রান, যে ইনিংসে একটিও চার ছিল না, ছক্কা মেরেছেন ১১টি। যেখানে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে হেটমায়ারই প্রথম ব্যাটসম্যান, যিনি চারহীন ইনিংসে ১০ বা এর চেয়ে বেশি ছক্কা মেরেছেন।

হেটমায়ারের বিধ্বংসী ইনিংসে ভর করে গায়ানা তোলে ২৬৬ রান। ১ রানের জন্য সিপিএলে সর্বোচ্চ স্কোরের রেকর্ড ছোঁয়া হয়নি তাদের। ২০১৯ সালে ত্রিনবাগো নাইট রাইডার্স তুলেছিল ২৬৭ রান।

২৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একপর্যায়ে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল স্বাগতিক সেন্ট কিটস। তবে শেষ পর্যন্ত তারা ২২৬ রানে অলআউট হয়। ছক্কা উৎসবের ম্যাচটি ৪০ রানে জিতে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে যায় বর্তমান চ্যাম্পিয়ন গায়ানা।

আগে ব্যাটিং করা গায়ানা সব মিলিয়ে ছক্কা মারে ২৩টি। দলের দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা আসে রহমানউল্লাহ গুরবাজের ব্যাট থেকে। ৬৯ রানের ইনিংস খেলার পথে এই আফগান ওপেনার ছক্কা মারেন ৬টি।

এরপর লক্ষ্য তাড়ায় প্রথম ৯ ওভারে ১৩৯ রান তুলে ফেলে সেন্ট কিটস। ইনিংসে দশম ওভারে গায়ানা অধিনায়ক ইমরান তাহির কোনো রান না দিয়ে উইকেট নেন দুটি। তাতেই ম্যাচের মোড় ঘুরে যায়। শেষ পর্যন্ত সেন্ট কিটস গুটিয়ে যায় ২ ওভার বাকি থাকতে। সেন্ট কিটসের ব্যাটসম্যানরা ছক্কা মারেন ১৯টি, যার ৯টিই আসে ওপেনার আন্দ্রে ফ্লেচারের ব্যাট থেকে। তবে তাঁর ৩৩ বলে ৮১ রানের ইনিংসটি বৃথা গেছে।

(ঢাকাটাইমস/০৫সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

Read more

Local News