Saturday, November 8, 2025

সাবেক প্রতিমন্ত্রী রিমিসহ ৯২ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা 

Share

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমিসহ ৩২ জনের বিরুদ্ধে গাজীপুরের কাপাসিয়ায় বিস্ফোরক আইনে মামলা  হয়েছে।

মামলায় আরও ৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাত ১০টায় কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, কাপাসিয়ার ঘাগটিয়া পূর্বপাড়া এলাকার মোতালিব প্রধানের ছেলে সাজিদুল ইসলাম গতকাল বুধবার এ মামলা করেছেন।

মামলার এজাহারে অভিযুক্তদের বিরুদ্ধে গত ৪ আগস্ট ছাত্র-জনতাকে আক্রমণ করে, মোটরসাইকেল ও স্থায়ী স্থাপনায় অগ্নিসংযোগ করে হত্যার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানোর অভিযোগ আনা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, সিমিন হোসেন রিমির হুকুমে ও নির্দেশে অপর আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে একযোগে আক্রমণ করে। 

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে গাজীপুর-৪ আসনের (কাপাসিয়া) সাবেক সংসদ সদস্য সিমিন হোসেন রিমি সদ্য বিলুপ্ত শেখ হাসিনা সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পদে দায়িত্ব পালন করেন।

Read more

Local News