Wednesday, April 23, 2025

মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানিতে আরাকান আর্মিও পয়সা নিচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Share

মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানিতে দেশটির সরকারের পাশাপাশি আরাকান আর্মিও পয়সা নিচ্ছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন।

আজ বুধবার দুপুরে চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘এই এলাকাটা পাহাড়, সমতল ও সমুদ্রের সংমিশ্রণ। অনেক সময় সন্ত্রাসীরা অপকর্ম করে পাহাড়ের দিকে চলে যায়। তবে, আমাদের যৌথবাহিনীর অভিযান কমেনি। আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।’

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বাংলাদেশে আসা-যাওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘আরাকান আর্মি ফাইট করছে অনেকদিন ধরে। তাদের অনেকে এই পাড়ে বিয়ে করে ফেলছে, এটা অস্বীকার করা যাবে না।’

‘কিন্তু যেভাবে জিনিসগুলো আসছে, সব যে সত্যি তা না, আবার সব যে মিথ্যা তাও না। এইটার ক্ষেত্রে একটা ব্যালেন্স করতে হয়,’ বলেন তিনি।

‘আরাকান বর্ডারটা একটু ডিফিকাল্ট বর্ডার’ মন্তব্য করে উপদেষ্টা বলেন, ‘দেশটা এখনো মিয়ানমার। আমরা মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখি। কিন্তু বর্ডারটা দখল করেছে আরাকান আর্মি।’

‘এখন মিয়ানমার থেকে কোনো কিছু ইমপোর্ট করতে হলে বা এক্সপোর্ট করতে হলে মিয়ানমার সরকারকেও ট্যাক্স দিতে হয়, আবার আরাকান আর্মিও পয়সা নিচ্ছে,’ বলেন তিনি।

এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান উপদেষ্টা।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সীমান্ত পুরোপুরি সুরক্ষিত আছে। আপনারা আমাদের সাহায্য ও সহযোগিতা করে যাবেন।’

পাহাড়ে অপহরণ ও অন্যান্য অপরাধের বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি পাহাড়ে ক্যাম্প কমান্ডার ছিলাম, সিইও ছিলাম, ব্রিগেড কমান্ডার ছিলাম। অশান্ত পাহাড় তো আপনারা দেখেনই নাই। ওই তুলনা করতে গেলে পাহাড় এখন শান্ত।’

Read more

Local News