মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের গুলিতে রুহুল আমিন (৩৮) নামে পুলিশের এক সদস্য আহত হয়েছেন।
গুরুতর আহত ওই পুলিশ সদস্য এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের আধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রুহুল আমিন ওই গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি কুমিল্লার চান্দিনা থানায় কনস্টেবল হিসেবে কর্মরত।
রুহুল আমিনের স্বজনদের ভাষ্য, রাতে তিনি বসত বাড়ির আঙিনায় বসেছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের বাসিন্দা চুন্নু, মানিক, তাইফুরসহ অজ্ঞাতনামা দুই থেকে তিনজন অস্ত্রসহ তাদের বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় রুহুল আমিনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব জানান, ডান হাতে গুলিবিদ্ধ অবস্থায় রুহুল আমিন নামে একজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হয়েছে। তিনি আশঙ্কামুক্ত।’
এ ব্যাপারে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘আমরা জানতে পেরেছি যে পারিবারিক দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের জন্য আহতের স্বজনদের থানায় আসার কথা আছে।’